ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৯০৪
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৪) মুজাম্মা' ইবন জারিয়া আনসারি রা. হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তন করে খাইবারের যুদ্ধে গমনের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, খাইবারকে রাসূলুল্লাহ (ﷺ) হুদাইবিয়া অভিযানে অংশগ্রহণকারী সাহাবিগণের মধ্যে ১৮ ভাগে ভাগ করে বণ্টন করে দেন। সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল ১,৫০০। এদের মধ্যে তিনশত ছিলেন অশ্বারোহী। তিনি অশ্বারোহীকে দুইভাগ ও পদাতিককে একভাগ করে প্রদান করেন । (প্রতি ১০০ জনের জন্য একভাগ ১২০০ পদাতিকের ১২ ভাগ ও ৩০০ অশ্বারোহীর ছয়ভাগ)।
كتاب الجهاد
عن مجمع بن جارية الأنصاري في قصة القفول من الحديبية وفيه: فقسمت خيبر على أهل الحديبية فقسمها رسول الله صلى الله عليه وسلم على ثمانية عشر سهما وكان الجيش ألفا وخمس مائة فيهم ثلاث مائة فارس فأعطى الفارس سهمين وأعطى الراجل سهما
তাহকীক:
হাদীস নং: ১৯০৫
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (যুদ্ধলব্ধ গনীমতের সম্পদ বণ্টনে) ঘোড়ার জন্য দুইভাগ এবং ঘোড়া-মালিকের জন্য একভাগ (মোট তিনভাগ) প্রদান করেন।
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم جعل للفرس سهمين ولصاحبه سهما
তাহকীক:
হাদীস নং: ১৯০৬
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘নফল' বা অতিরিক্ত প্রদানের ক্ষেত্রে ঘোড়ার জন্য দুইভাগ এবং ব্যক্তির জন্য একভাগ প্রদান করেন।
كتاب الجهاد
عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قسم في النفل للفرس سهمين وللرجل سهما
তাহকীক:
হাদীস নং: ১৯০৭
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৭) সালামা ইবনুল আকওয়া রা. বলেন, ...অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে অশ্বারোহীর অংশ ও পদাতিকের অংশ উভয়ই প্রদান করেন ।
كتاب الجهاد
عن سلمة بن الأكوع رضي الله عنه ...ثم أعطاني رسول الله صلى الله عليه وسلم سهمين سهم الفارس وسهم الراجل
তাহকীক:
হাদীস নং: ১৯০৮
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৮) তাবিয়ি মাকহুল থেকে বর্ণিত, যুবাইর রা. খাইবারের যুদ্ধে দুইটি ঘোড়া নিয়ে উপস্থিত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাঁচটি অংশ প্রদান করেন । তার নিজের জন্য এক অংশ ও দুইটি ঘোড়ার জন্য চার অংশ ।
كتاب الجهاد
عن مكحول أن الزبير رضي الله عنه حضر خيبر بفرسين فأعطاه النّبي صلى الله عليه وسلم خمسة أسهم سهم له وأربعة أسهم لفرسيه
তাহকীক: