ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯১৯
জিহাদ অধ্যায়
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯১৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোনো কোনো সেনাবাহিনীকে তাদের জন্য বিশেষভাবে গনীমত থেকে অতিরিক্ত অনুদান প্রদান করতেন, সৈন্যবাহিনীর সাধারণ ভাগের অতিরিক্ত।
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم كان ينقل بعض من يبعث من السرايا لأنفسهم خاصة سوى قسم عامة الجيش
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯২০
জিহাদ অধ্যায়
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯২০) হাবীব ইবন মাসলামা রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) শুরুতে একচতুর্থাংশ অতিরিক্ত অনুদান প্রদান করতেন এবং প্রত্যাবর্তনের সময় একতৃতীয়াংশ ।
كتاب الجهاد
عن حبيب بن مسلمة الفهري رضي الله عنه يقول: شهدت النبي صلى الله عليه وسلم نفل الربع في البدأة والثلث في الرجعة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯২১
জিহাদ অধ্যায়
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯২১) মা'ন ইবন ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একপঞ্চমাংশের পূর্বে নফল বা অতিরিক্ত অনুদান নেই।
كتاب الجهاد
عن معن بن يزيد رضي الله عنه مرفوعا: لا نفل إلا بعد الخمس
tahqiq

তাহকীক: