ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৪৩
জিহাদ অধ্যায়
খারাজি ভূমি মুসলিম ক্রয় করলেও তা খারাজি থাকবে
(১৯৪৩) উতবা ইবন ফারকাদ সুলামি রা. থেকে বর্ণিত, তিনি খলীফা উমার রা.কে বলেন, আমি ইরাকের সবুজ গ্রামাঞ্চলে কিছু জমি ক্রয় করেছি । তিনি বলেন, এই জমিতে আপনি এর (পূর্বতন) মালিকের মতোই।
كتاب الجهاد
عن عتبة بن فرقد السلمي رضي الله عنه أنه قال لعمر بن الخطاب رضي الله عنه: إشتريت أرضا من أرض السواد فقال عمر: أنت فيها مثل صاحبها
tahqiq

তাহকীক: