ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৫৮
রাষ্ট্র ও প্রশাসন
অল্প মানুষ হলেও সফরে বা স্বদেশে সর্বদা আমীর নিয়োগ করতে হবে
(১৯৫৮) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তিনজন মানুষও কোনো বিরান প্রান্তরে অবস্থান করে, তবে তাদের মধ্য থেকে একজনকে তাদের দলপতি বা আমীর বানিয়ে নেবে। একজনকে আমীর না বানিয়ে বিচ্ছিন্ন অবস্থান করা তাদের জন্য বৈধ হবে না।
كتاب الخلافة و الإمارة
عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يحل لثلاثة نفر يكونون بأرض فلاة إلا أمروا عليهم أحدهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৫৯
রাষ্ট্র ও প্রশাসন
অল্প মানুষ হলেও সফরে বা স্বদেশে সর্বদা আমীর নিয়োগ করতে হবে
(১৯৫৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তিনব্যক্তি কোনো সফরে বের হয়, তবে তারা তাদের একজনকে আমীর নিযুক্ত করবে।
كتاب الخلافة و الإمارة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم
tahqiq

তাহকীক: