ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৯৬৫
রাষ্ট্র ও প্রশাসন
সমাজবিচ্ছিন্ন হওয়া ও রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিত্যাগ করার নিন্দা
(১৯৬৫) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রীয় আনুগত্য থেকে বের হয়ে যাবে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হবে (ব্যক্তিগত মতের ভিত্তিতে সমাজের সামষ্টিক সিদ্ধান্ত অমান্য করবে) এবং এই অবস্থায় তার মৃত্যু হবে, সেই ব্যক্তির মৃত্যু জাহিলি মৃত্যু বলে গণ্য হবে।
كتاب الخلافة و الإمارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من خرج من الطاعة وفارق الجماعة فمات مات ميتة جاهلية
তাহকীক:
হাদীস নং: ১৯৬৬
রাষ্ট্র ও প্রশাসন
সমাজবিচ্ছিন্ন হওয়া ও রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিত্যাগ করার নিন্দা
(১৯৬৬) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের (মুসলিম উম্মাহর) দলভুক্ত নয়।
كتاب الخلافة و الإمارة
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا: من حمل علينا السلاح فليس منا
তাহকীক:
হাদীস নং: ১৯৬৭
রাষ্ট্র ও প্রশাসন
সমাজবিচ্ছিন্ন হওয়া ও রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিত্যাগ করার নিন্দা
(১৯৬৭) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আম্মার রা.কে বলেন, বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে।
كتاب الخلافة و الإمارة
عن أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم لعمار: تقتلك الفئة الباغية. وفي لفظ البخاري فيه مرفوعا عن أبي سعيد: ويح عمار تقتله الفئة الباغية يدعوهم إلى الجنة ويدعونه إلى النار
তাহকীক: