ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৯৮৬
কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
পলাতক দাস আটক করা এবং আটককারীর পুরস্কার
(১৯৮৬) আবু আমর শাইবানি বলেন, কয়েকজন পলাতক প্রাপ্তবয়স্ক ক্রীতদাস আমার হস্তগত হয়। আমি ইবন মাসউদ রা.কে সে কথা জানাই । তিনি বলেন, সাওয়াব এবং লাভ। আমি বললাম, সাওয়াব তো বুঝলাম (অন্যের পালানো দাস তাকে ফেরত দেওয়ার সাওয়াব)। কিন্তু লাভ কী? তিনি বলেন, প্রত্যেক দাসের জন্য চল্লিশ দিরহাম।
كتاب اللقطة و اللقيط و الإباق
عن أبي عمرو الشيباني قال: أصبت غلمانا أباقا بالغين فذكرت ذلك لابن مسعود رضي الله عنه فقال: الأجر والغنيمة قلت: هذا الأجر فما الغنيمة؟ قال: أربعون درهما من كل رأس
তাহকীক: