ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৯৮৮
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৮৮) আলী রা. থেকে বর্ণিত, নিখোঁজ স্বামীর স্ত্রীর বিষয়ে তিনি বলেন, এই মহিলা বিপদগ্রস্থ। স্বামীর মৃত্যু সংবাদ বা স্বামীর পক্ষ থেকে তালাক পৌঁছানো পর্যন্ত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
كتاب المفقود
عن علي رضي الله عنه قال في امرأة المفقود : هي امرأة ابتُليت فلتصبر حتى يأتيها موت أو طلاق
তাহকীক:
হাদীস নং: ১৯৮৯
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৮৯) আলী রা. বলেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী যদি অন্যত্র বিবাহও করে তবুও সে প্রথম স্বামীর স্ত্রী বলে গণ্য হবে, দ্বিতীয় স্বামীর সাথে সে ঘর করুক অথবা না করুক (অর্থাৎ দ্বিতীয় স্বামীর সাথে ঘর করার পরেও যদি প্রথম স্বামী ফিরে আসে তবে প্রথম স্বামীর দাবিই অগ্রগণ্য হবে)।
كتاب المفقود
عن علي رضي الله عنه: لو تزوجت فهي امرأة الأول دخل بها الثاني أو لم يدخل
তাহকীক:
হাদীস নং: ১৯৯০
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৯০) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনিও আলী রা.র সাথে একমত যে, নিখোঁজ স্বামীর স্ত্রী আজীবন তার জন্য অপেক্ষা করবে।
كتاب المفقود
عن ابن مسعود رضي الله عنه أنه وافق عليا على أنها تنتظره أبدا
তাহকীক:
হাদীস নং: ১৯৯১
নিখোঁজ স্বামীর বিধানাবলি
নিখোঁজ স্বামীর স্ত্রী তারই স্ত্রী থাকবে যতক্ষণ না তার মৃত্যু সংবাদ বা তালাক পৌঁছবে
(১৯৯১) মুগীরা ইবন শু'বা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী তার স্ত্রীই থাকবে যতক্ষণ না তার নিকট তার কোনো সংবাদ পৌঁছবে।
كتاب المفقود
عن المغيرة بن شعبة رضي الله عنه مرفوعاً: إمرأة المفقود امرأته حتى يأتيها الخبر
তাহকীক: