ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৭. ওয়াকফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৯৫
ওয়াকফ অধ্যায়
ওয়াকফের অর্থ
(১৯৯৫) ইবন আব্বাস রা. বলেন, সূরা নিসা এবং এর মধ্যে উত্তরাধিকার বিষয়ক বিধানাবলি নাযিল হওয়ার পরে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তা 'আটক' (ওয়াকফ) করতে নিষেধ করতে শুনেছি।
كتاب الوقف
عن ابن عباس رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم بعدما أنزلت سورة النساء وأنزل فيها الفرائض نهى عن الحبس