ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৭. ওয়াকফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৯৭
ওয়াকফ অধ্যায়
অস্থাবর সম্পতি ওয়াকফ করা
(১৯৯৭) আবু হুরাইরা রা, বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমার ইবনুল খাত্তাব রা.কে যাকাত সংগ্রহের জন্য প্রেরণ করেন।... এই হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, খালিদ তার ঢাল ও যুদ্ধ-সরঞ্জাম আল্লাহর রাস্তায় ওয়াকফ করে রেখেছে।
كتاب الوقف
عن أبي هريرة رضي الله عنه قال: بعث النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله عنه على الصدقة... الحديث وفيه: أما خالد فقد احتبس أدراعه وأعتده في سبيل الله
tahqiq

তাহকীক: