ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০২০
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
উটের মিলন বিক্রয় করতে নিষেধাজ্ঞা
(২০২০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন উটের মিলন বিক্রয় করতে।
كتاب البيوع
عن جابر رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع ضراب الجمل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০২১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
উটের মিলন বিক্রয় করতে নিষেধাজ্ঞা
(২০২১) আনাস রা. বলেন, কিলাব গোত্রের একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে পুরুষ পশুর মিলন সম্পর্কে প্রশ্ন করেন । তখন তিনি তাকে নিষেধ করেন । লোকটি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা পুরুষ পশুকে স্ত্রী পশুর সাথে সম্মিলিত হতে দিই এবং এজন্য আমাদেরকে সম্মানী প্রদান করা হয়। তখন তিনি হাদিয়া- সম্মানী প্রদান করার অনুমতি প্রদান করেন।
كتاب البيوع
عن أنس بن مالك رضي الله عنه أن رجلا من كلاب سأل النبي صلى الله عليه وسلم عن عسب الفحل فنهاه فقال: يا رسول الله إنا نطرق الفحل فنكرم فرخص له في الكرامة
tahqiq

তাহকীক: