ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২০২৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
আরিয়া-রূপে প্রাপ্ত খেজুর গাছের খেজুর বিক্রয় এবং আরিয়া'র অর্থ
(২০২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আরিয়া' দান হিসেবে প্রদান করা খেজুর গাছের খেজুর আন্দাজে বিক্রয় করতে অনুমতি দিয়েছেন, পাঁচ ওয়াসাক পরিমাণের কম অথবা পাঁচ ওয়াসাক পরিমাণ খেজুরের ক্ষেত্রে।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رخص في بيع العرايا بخرصها فيما دون خمسة أوسق أو في خمسة
তাহকীক: