ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৩৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসের সময়ে অস্ত্র বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং খাদ্য-পণ্য বিক্রয়ের অনুমতি
(২০৩৪) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন ফিতনা-ফাসাদ বা গোলযোগ-সন্ত্রাসের মধ্যে অস্ত্র বিক্রয় করতে।
كتاب البيوع
عن عمران بن حصين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع السلاح في الفتنة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৩৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসের সময়ে অস্ত্র বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং খাদ্য-পণ্য বিক্রয়ের অনুমতি
(২০৩৫) সুমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে মক্কাবাসীদেরকে খাদ্যপণ্য সরবরাহ করার নির্দেশ দেন যখন তাদের সাথে যুদ্ধ চলছিল এবং তারা মুশরিক ছিল।
كتاب البيوع
عن ثمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمره أن يمير أهل مكة وهم أهل حرب وكانوا مشركين