ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৩৭
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
আগন্তুক আরোহী বিক্রেতাদের সাথে সাক্ষাৎ, অন্যের বিক্রয়ের মধ্যে বিক্রয়, দালালি, বেদুঈনের জন্য শহরবাসীর বিক্রয়, পশুর স্তনে দুধ জমা করা ও একজনের দামদরের মধ্যে অন্যের দামদর করার নিষেধাজ্ঞা
(২০৩৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পণ্যসহ আগন্তুক আরোহীদের (বিক্রেতাদেরকে) বাজারে পৌঁছানোর আগে বেচাকেনার উদ্দেশ্যে তাদের সাথে সাক্ষাৎ করা যাবে না। তোমাদের কেউ অন্যের বিক্রয়ের মধ্যে বিক্রয় করবে না। তোমরা মূল্য বৃদ্ধির জন্য দালালি করবে না। শহরবাসী যাযাবর বেদুঈনের জন্য বিক্রয় করবে না। তোমরা (ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য) উট বা ছাগি-ভেড়ার স্তনে দুধ জমা করে বিক্রয় করবে না। যদি কেউ এইরূপ পশু ক্রয় করে তার দুধ দোহন করার পরে দুধ কম হচ্ছে বলে দেখতে পায় তবে তার জন্য দুটি বিকল্প রয়েছে: যে পরিমাণ দুধ হচ্ছে তাতে যদি যে সন্তুষ্ট হয় তবে সে পশুটি রেখে দেবে। আর যদি সে তাতে সন্তুষ্ট না হয় তবে সে পশুটি ফিরিয়ে দেবে এবং তার সাথে (যে দুধ দোহন করে নিয়েছে তার বিনিময়ে) এক সা' (প্রায় তিন কিলোগ্রাম) খেজুর প্রদান করবে।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يتلقى الركبان لبيع ولا يبع بعضكم على بيع بعض ولا تناجشوا ولا يبع حاضر لباد ولا تصروا الإبل والغنم فمن ابتاعها بعد ذلك فهو بخير النظرين بعد أن يحلبها فإن رضيها أمسكها وإن سخطها ردها وصاعا من ثمر.
তাহকীক:
হাদীস নং: ২০৩৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
আগন্তুক আরোহী বিক্রেতাদের সাথে সাক্ষাৎ, অন্যের বিক্রয়ের মধ্যে বিক্রয়, দালালি, বেদুঈনের জন্য শহরবাসীর বিক্রয়, পশুর স্তনে দুধ জমা করা ও একজনের দামদরের মধ্যে অন্যের দামদর করার নিষেধাজ্ঞা
(২০৩৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিধান দান করেছেন যে, 'দায়িত্বের বিনিময়ে উৎপাদন'। অর্থাৎ কোনো দ্রব্য যার অর্থিক দায়ভারের মধ্যে থাকবে তার উৎপাদন তিনিই লাভ করবেন।
كتاب البيوع
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قضى أن الخراج بالضمان
তাহকীক: