ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৬৯
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
পশুর বিনিময়ে পশু বিক্রয় করা
(২০৬৯) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পশুর বিনিময়ে পশু বাকিতে বিক্রয় করতে নিষেধ করেছেন।
كتاب البيوع
عن سمرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئة
তাহকীক:
হাদীস নং: ২০৭০
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
পশুর বিনিময়ে পশু বিক্রয় করা
(২০৭০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একটি পশুর বিনিময়ে দুইটি পশু বিক্রয় করা বাকিতে সিদ্ধ নয়। তবে নগদ হাতেহাতে এরূপ বেচাকেনায় অসুবিধা নেই।
كتاب البيوع
عن جابر رضي الله عنه مرفوعا: الحيوان اثنان بواحد لا يصلح نسيئا ولا بأس به يدا بيد.
তাহকীক: