ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৭৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শত্রুদেশে সুদ
(২০৭৪) তাবিয়ি ইবরাহীম নাখায় (৯৫ হি.) বলেন, দারুল হারব বা শত্রুদেশে মুসলিম এবং শত্রুদেশের অধিবাসীদের মধ্যে এক দীনারের বিনিময়ে দুই দীনার গ্রহণ করাতে অসুবিধা নেই।
كتاب البيوع
عن إبراهيم قال: لا بأس بالدينار بالدينارين في دار الحرب بين المسلمين وبين أهل الحرب.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শত্রুদেশে সুদ
(২০৭৫) তাবিয়ি মাকহুল সাহাবির নাম উল্লেখ না করে মুরসালরূপে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শত্রুদেশের অধিবাসীদের মধ্যে সুদ নেই । তিনি বলেন, আমার ধারণা, এবং মুসলিমদের মধ্যে।
كتاب البيوع
عن مكحول مرسلا مرفوعا: لا ربا بين أهل الحرب قال: أظنه وأهل الإسلام.