ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১০২
 বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারকের পদ প্রার্থনা করা অপছন্দনীয়
(২১০২) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বিচারকের দায়িত্ব প্রার্থনা করে এবং সে জন্য সুপারিশ-সহযোগিতা গ্রহণ করে তবে তাকে এই দায়িত্বভার পালনে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করা হয় না। আর যদি কেউ বিচারকের দায়িত্ব প্রার্থনা না করে এবং তা পাওয়ার জন্য সুপারিশ-সহযোগিতা গ্রহণ না করে তবে আল্লাহ একজন ফিরিশতা অবতীর্ণ করেন, যে তাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে।
كتاب القضاء
عن أنس رضي الله عنه مرفوعا: من طلب القضاء واستعان عليه وكل إليه ومن لم يطلبه ولم يستعن عليه أنزل الله ملكا يسدده

তাহকীক: