ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২০. সাক্ষ্য-শুনানির বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২১২৩
সাক্ষ্য-শুনানির বিধান
মিথ্যা সাক্ষ্য প্রদান একটি কবীরা গোনাহ এবং এর শাস্তির বিবরণ
(২১২৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে কবীরা গোনাহ সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা।
كتاب الشهادة
عن أنس رضي الله عنه قال: سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال: الإشراك بالله وعقوق الوالدين وقتل النّفس وشهادة الزور
তাহকীক:
হাদীস নং: ২১২৪
সাক্ষ্য-শুনানির বিধান
মিথ্যা সাক্ষ্য প্রদান একটি কবীরা গোনাহ এবং এর শাস্তির বিবরণ
(২১২৪) তাবিয়ি আবুল হুসাইন বলেন (খুলাফায়ে রাশিদ্বীনের যুগের প্রসিদ্ধ তাবিয়ি বিচারক) শুরাইহ মিথ্যা সাক্ষ্য প্রদানকারীকে তার নিজ এলাকার মসজিদে বা হাটে পাঠিয়ে দিয়ে ঘোষণা প্রদান করাতেন যে, আমরা এই ব্যক্তির সাক্ষ্য বাতিল করে দিয়েছি।
كتاب الشهادة
عن أبي الحصين قال: كان شريح يبعث بشاهد الزور إلى مسجد قومه أو إلى سوقه ويقول: إنا قد زيفنا شهادة هذا
তাহকীক: