ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১৫৪
অভিযোগ-মামলা দায়ের করার বিধান
দুজনে বিবাদ করেছেন এবং উভয়ের পক্ষেই সাক্ষ্য-প্রমাণ রয়েছে
(২১৫৪) আবু হুরাইরা রা. বলেন, দুইব্যক্তি একটি পশুর মালিকানা দাবি করে। তাদের উভয়েই নিজের পক্ষে দুইজন সাক্ষী পেশ করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) পশুটির মালিকানা উভয়ের মধ্যে আধাআধি ভাগ করে দেন।
كتاب الدعوى
عن أبي هريرة رضي الله عنه أن رجلين ادعيا دابة فأقام كل واحد منهما شاهدين فقضى رسول الله صلى الله عليه وسلم بينهما نصفين
তাহকীক: