ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৪. গচ্ছিত আমানত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৬৩
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ফেরত দেওয়া
(২১৬৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার নিকট যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানত তুমি তাকে পৌঁছে দেবে। আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে তুমি তার আমানতের খেয়ানত করবে না।
كتاب الوديعة والعارية
عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২১৬৪
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ফেরত দেওয়া
(২১৬৪) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হস্ত যা গ্রহণ করবে তা ফেরত না দেওয়া পর্যন্ত তারই দায়িত্বে থাকবে।
كتاب الوديعة والعارية
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: على اليد ما أخذت حتى تؤدي.
tahqiq

তাহকীক: