ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৮৩
হেবা তথা অনুদান প্রসঙ্গ
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হেবা বা অনুদান প্রদানকারী তার অনুদানের উপরে তার অধিকারই বেশী, যতক্ষণ না সে উক্ত অনুদানের প্রতিদান লাভ করে।
كتاب الهبة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من وهب هبة فهو أحق بها ما لم يثب منها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২১৮৪
হেবা তথা অনুদান প্রসঙ্গ
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৪) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হেবা বা অনুদান যদি রক্ত-সম্পর্কিত মাহরাম আত্মীয়ের জন্য হয় তবে সেই হেবা ফেরত নেওয়া যাবে না।
كتاب الهبة
عن سمرة رضي الله عنه مرفوعا قال: إذا كانت الهبة لذي رحم محرم لم يرجع فيها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২১৮৫
হেবা তথা অনুদান প্রসঙ্গ
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৫) তাবিয়ি ইবরাহীম নাখায় বলেন, উমার রা. বলেছেন, যদি কেউ রক্তসম্পর্কীয় নিকটাত্মীয়কে হেবা বা অনুদান প্রদান করে, তবে সে তা ফিরিয়ে নিতে পারবে না। আর যদি কেউ রক্ত-সম্পৰ্কীয় নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে হেবা-অনুদান প্রদান করে, তবে প্রতিদান না পাওয়া পর্যন্ত সে তা ফেরত নিতে পারবে।
كتاب الهبة
عن إبراهيم قال: قال عمر رضي الله عنه: من وهب هبة لذي رحم فليس له أن يرجع فيها ومن وهب هبة لغير ذي رحم فله أن يرجع فيها إلا أن يثاب منها.
tahqiq

তাহকীক: