ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২১৯
জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
ঋণগ্রস্থের লেনদেনের নিষেধাজ্ঞা (restriction / ban)
(২২১৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাওনাদারের অধিকার রয়েছে কথা বলার, আপত্তি করার বা রাগ করার।
كتاب الإكراه والحجر والمأذون
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن لصاحب الحق مقالا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২২০
জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
ঋণগ্রস্থের লেনদেনের নিষেধাজ্ঞা (restriction / ban)
(২২২০) কা'ব ইবন মালিক রা.র পুত্র তার পিতা থেকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মুআয ইবন জাবাল রা.র সম্পদে তার লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং মুআযের ঋণের কারণে তার সম্পত্তি বিক্রয় করে দেন।
كتاب الإكراه والحجر والمأذون
عن ابن كعب بن مالك عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم حجر على معاذ ماله وباعه في دين كان عليه.
tahqiq

তাহকীক: