ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২২২৫
জবরদখল, ছিনতাই সম্পর্কে
জবরদখলকৃত বা কেড়ে নেওয়া মূল দ্রব্যটিই ফেরত দেওয়া ওয়াজিব
(২২২৫) ইয়াযীদ ইবন সায়িব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুপরিকল্পিতভাবে অথবা ক্রীড়াচ্ছলে, কোনোভাবেই যেন তোমাদের কেউ কখনো তার সঙ্গীর কোনো দ্রব্য গ্রহণ না করে। যদি তোমাদের কেউ তার সাথির লাঠিটি পায় তবে সে যেন তা তাকে ফেরত দেয়।
كتاب الغصب
عن يزيد بن السائب رضي الله عنه مرفوعا: لا يأخذن أحدكم متاع صاحبه جادا ولا لاعبا وإذا وجد أحدكم عصا صاحبه فليرددها عليه.
তাহকীক: