ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২২৯
জবরদখল, ছিনতাই সম্পর্কে
কারো জমি বিনা অনুমতিতে চাষ করা
(২২২৯) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো জমিতে মালিকের অনুমতি ছাড়া চাষাবাদ করে তবে সে শুধু চাষাবাদের খরচই পাবে, উৎপন্ন ফসল থেকে সে কিছুই পাবে না।
كتاب الغصب
عن رافع بن خديج رضي الله عنه مرفوعا: من زرع أرضا بغير إذن أهلها فله نفقته وليس له من الزرع شيء.