ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩১. অগ্রক্রয়াধিকার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২২৪১
অগ্রক্রয়াধিকার
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অগ্রক্রয়াধিকার রশির বাধন খোলার মতো (দ্রুত নিষ্পত্তি করতে হবে)।
كتاب الشفعة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الشفعة كحل العقال.
তাহকীক:
হাদীস নং: ২২৪২
অগ্রক্রয়াধিকার
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪২) তাবিয়ি বিচারপতি শুরাইহ বলেন, অগ্রক্রয়াধিকার শুধু সেই পাবে যে লাফিয়ে (তাৎক্ষণিকভাবে) তা দাবি করবে।
كتاب الشفعة
عن شريح : إنما الشفعة لمن واثبها
তাহকীক: