ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২২৫৪
জবাইয়ের নিয়মাবলি
জবাইয়ের সময় ইচ্ছাপূর্বক আল্লাহর নাম নেওয়া পরিত্যাগ করা
(২২৫৪) আদি ইবন হাতিম রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, আমি আল্লাহর নাম নিয়ে আমার কুকুর ছেড়ে দিই, এরপর শিকারের কাছে আমার কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পাই, আমি বুঝতে পারি না যে, কোন কুকুরটি শিকারটি হত্যা করেছে। তখন তিনি বললেন, তুমি সেই শিকার ভক্ষণ করবে না; কারণ তুমি তো তোমার কুকুরটি আল্লাহর নাম নিয়ে ছেড়েছ, অপর কুকুরটিতে তো আল্লাহর নামে ছাড় নি।
كتاب الذبائح
عن عدي بن حاتم رضي الله عنه ...قلت: إني أرسل كلبي أجد معه كلبا آخر لا أدري أيهما أخذه؟ فقال صلى الله عليه وسلم: لا تأكل فإنّما سميت على كلبك ولم تسم على غيره.
তাহকীক:
হাদীস নং: ২২৫৫
জবাইয়ের নিয়মাবলি
জবাইয়ের সময় ইচ্ছাপূর্বক আল্লাহর নাম নেওয়া পরিত্যাগ করা
(২২৫৫) মুআয রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো শিকারকে তীর নিক্ষেপ করার সময় আল্লাহর নাম নিতে ভুলে যায় তবে যেন সে সেই শিকার ভক্ষণ করে। তবে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পরিত্যাগ করে তবে তা ভক্ষণ করবে না।
كتاب الذبائح
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: من رمى صيدا فنسي أن يذكر الله فليأكل منه ما لم يدع التسمية متعمدا.
তাহকীক: