ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২২৭৬
জবাইয়ের নিয়মাবলি
গুইসাপ জাতীয় বড় টিকটিকির মাংস ভক্ষণ
(২২৭৬) আব্দুর রহমান ইবন শিবল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গুইসাপ জাতীয় বড় টিকটিকির (lizard) মাংস ভক্ষণ করতে নিষেধ করেছেন।
كتاب الذبائح
عن عبد الرحمن بن شبل رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم نهى عن أكل لحم الضب
তাহকীক: