ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৭৯
জবাইয়ের নিয়মাবলি
পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও ব্যাঙ হত্যার নিষেধাজ্ঞা
(২২৭৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চার প্রকারের প্রাণি হত্যা করতে নিষেধ করেছেন: পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি (hoopoe) এবং 'সুরাদ' পাখি**।
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما قال: إن النبي صلى الله عليه وسلم نهى عن قتل أربع من الدواب: النملة والنحلة والهدهد والصرد.
হাদীস নং: ২২৮০
জবাইয়ের নিয়মাবলি
পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও ব্যাঙ হত্যার নিষেধাজ্ঞা
(২২৮০) আব্দুর রহমান ইবন উসমান রা. বলেন, একজন চিকিৎসক রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ঔষধের বিবরণ প্রদান করেন এবং ঔষধের মধ্যে ব্যাঙ থাকবে সেকথাও তিনি উল্লেখ করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) ব্যাঙ হত্যা করতে নিষেধ করেন।
كتاب الذبائح
عن عبد الرحمن بن عثمان رضي الله عنه: ذكر طبيب الدواء عند رسول الله صلى الله عليه وسلم وذكر الضفدع تكون في الدواء فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتلها.
tahqiq

তাহকীক: