ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২২৮৪
জবাইয়ের নিয়মাবলি
পানির মধ্যে মরে ভেসে উঠা মাছ খাওয়া
(২২৮৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমূদ্র যা কুলে নিক্ষেপ করেছে বা ভাটার কারণে পানি সরে যাওয়ার ফলে যা ডাঙ্গায় রয়ে যায় তা তোমরা ভক্ষণ করবে। আর যা পানির মধ্যেই মৃত্যু বরণ করে এবং পানিতে ভেসে থাকে তা খাবে না।
كتاب الذبائح
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: ما ألقى البحر أو جزر عنه فكلوه وما مات فيه وطفا فلا تأكلوه.
তাহকীক: