ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৯২
জবাইয়ের নিয়মাবলি
খাদ্যের দোষ বলা হবে না
(২২৯২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কোনো খাদ্যের দোষ বলেন নি। যদি খাদ্যের প্রতি আকর্ষণ বোধ করেছেন, তবে তা ভক্ষণ করেছেন । তা না-হলে তিনি তা ভক্ষণ থেকে বিরত থেকেছেন।
كتاب الذبائح
عن أبي هريرة رضي الله عنه قال: ما عاب النّبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه.