ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩০২
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানীর পূর্বে চুল ও নখ কাটা
(২৩০২) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো কুরবানী দেওয়ার থাকে, তবে যুলহাজ্জ মাসের চাঁদ উঠার পরে কুরবানী করা পর্যন্ত সে যেন তার চুল এবং নখ না কাটে।
كتاب الأضحية
عن أم سلمة رضي الله عنها مرفوعا: من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي