ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩১৭
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বছর পূর্ণ হয়েছে এমন পশু ছাড়া অন্য কোনো পশু তোমরা (কুরবানীর জন্য) জবাই করবে না । কিন্তু যদি তোমাদের জন্য (একবছর বয়স্ক পশু সংগ্রহ) কঠিন হয়ে যায় তবে ছয়মাস পূর্ণ করেছে এরূপ মেষ তোমরা জবাই করতে পার।
كتاب الأضحية
عن جابر رضي الله عنه مرفوعا: لا تذبحوا إلا مسنة إلا أن يعسر عليكم فتذبحوا جذعة من الضأن.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১৮
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৮) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে দাঁড়িয়ে বলেন, চার প্রকারের পশু কুরবানীর জন্য বৈধ নয়: ১. যে পশুর একটি চক্ষু অন্ধ এবং তার অন্ধত্ব স্পষ্ট, ২. অসুস্থ পশু, যার অসুস্থতা স্পষ্ট, ৩. খোঁড়া পশু, যার পায়ের বক্রতা স্পষ্ট এবং ৪. ভগ্নপদ পশু, যার মগজ নেই (হাড্ডিসার হয়ে গিয়েছে।)
كتاب الأضحية
عن البراء بن عازب رضي الله عنه قال: قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال: أربع لا تجوز في الأضاحي: العوراء بين عورها والمريضة بين مرضها والعرجاء بين ظلعها والكسير التي لا تنقى.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১৯
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা (কুরবানীর পশুর) চক্ষু ও কর্ণ ভালো করে দেখে নেব এবং যে পশুর কর্ণের অগ্রভাগ কর্তিত, অথবা কর্ণের পশ্চাতভাগ কর্তিত, অথবা কর্ণ দ্বিখণ্ডিত অথবা কর্ণ ছিদ্ৰকৃত সে পশু আমরা কুরবানী করব না।
كتاب الأضحية
عن علي رضي الله عنه قال: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن وأن لا نضحي بمقابلة ولا مدابرة ولا شرقاء.
tahqiq

তাহকীক: