ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৩৬
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
দাড়ি ও গোঁফ
(২৩৩৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা দাড়ি বড় করবে এবং গোঁফ ছোট করবে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩৭
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
দাড়ি ও গোঁফ
(২৩৩৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার দাড়ি মুষ্টি করে ধরতেন, অতঃপর মুষ্টির নীচে যা থাকত তা কর্তন করতেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقبض على لحيته ثم يقص ما تحت القبضة.
tahqiq

তাহকীক: