ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৩৬০
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬০) তাবিয়ি উমাইর ইবন ইসহাক বলেন, আমি মদীনার এক রাস্তায় হাসান রা.র সাথে হ্যাঁটছিলাম । এমতাবস্থায় আবু হুরাইরা রা.র সাথে আমাদের সাক্ষাত হল। তিনি হাসান রা.কে বললেন, আপনি আমার জন্য আপনার পেট অনাবৃত করুন- আমি আপনার জন্য কুরবানী হই- যেন রাসূলুল্লাহ (ﷺ) কে যে স্থানে চুম্বন করতে দেখেছিলাম সেই স্থানে আমি চুম্বন করতে পারি । তখন তিনি তার পেট অনাবৃত করেন। তখন আবু হুরাইরা রা. তার নাভি চুম্বন করেন। যদি তা গুপ্তাঙ্গ বা আবরণীয় অঙ্গ (সতর) হত তবে তিনি তা অনাবৃত করতেন না।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عمير بن إسحاق قال: كنت أمشي مع الحسن بن علي رضي الله عنهما في بعض طرق المدينة فلقينا أبو هريرة رضي الله عنه فقال للحسن: إكشف لي عن بطنك جعلت فداك حتى أقبل حيث رأيت رسول الله صلى الله عليه وسلم يقبله قال: فكشف عن بطنه فقبل سرته ولو كانت من العورة ما كشفها.
তাহকীক:
হাদীস নং: ২৩৬১
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬১)যুরআ ইবন আব্দুর রহমান ইবন জারহাদ তার পিতা থেকে বর্ণনা করেছেন- জারহাদ ছিলেন সুফ্ফাবাসী সাহাবিগণের একজন- তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট বসে ছিলেন, এবং আমার উরু অনাবৃত ছিল । তখন তিনি বললেন, তুমি কি জান না যে, উরু গুপ্তাঙ্গ (সতর)?
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن زرعة بن عبد الرحمن بن جرهد عن أبيه قال: كان جرهد رضي الله عنه هذا من أصحاب الصفة قال: جلس رسول الله صلى الله عليه وسلم عندنا وفخذي منكشفة فقال: أما علمت أن الفخذ عورة.
তাহকীক:
হাদীস নং: ২৩৬২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬২) (রাসূলুল্লাহ (ﷺ) এর শ্যালক) মুহাম্মাদ ইবন জাহ্শ রা. বলেন, মা'মার মসজিদের প্রাঙ্গনে তার উরুর প্রান্ত অনাবৃত করে বসে ছিলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) সেখান দিয়ে গমন করেন। তিনি বলেন, হে মা’মার, তোমার উরু আবৃত করো, কারণ উরু গুপ্তাঙ্গ ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن محمد بن جحش رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر على معمر بفناء المسجد محتبيا كاشفا عن طرف فخذه فقال له النبي صلى الله عليه وسلم: خمر فخذك يا معمر فإن الفخذ عورة.
তাহকীক:
হাদীস নং: ২৩৬৩
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬৩) আনাস ইবন মালিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে খাইবারের যুদ্ধে গমনের বর্ণনা প্রসঙ্গে) তিনি বলেন, আল্লাহর নবী (ﷺ) বাহনে আরোহণ করলেন এবং আবু তালহা তার বাহনে আরোহন করলেন। আমি আবু তালহার বাহনের উপরে তার পেছনে বসলাম। রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের গলির মধ্যে দ্রুত বাহন হাঁকালেন। ......... অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উরুর উপর থেকে লুঙ্গি সরিয়ে নিলেন, এমনকি আমি নবীজি (ﷺ) এর উরুর শুভ্রতার দিকে তাকিয়ে থাকলাম।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أنس بن مالك رضي الله عنه: ... فركب نبي الله صلى الله عليه وسلم وركب أبو طلحة وأنا رديف أبي طلحة فأجرى نبي الله صلى الله عليه وسلم في زقاق خيبر... ثم حسر الإزار عن فخذه حتى إني أنظر إلى بياض فخذ نبي الله صلى الله عليه وسلم.
তাহকীক: