ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৩৬৬
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৬) তাবিয়ি কাতাদা বলেন, আমি আনাস রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বললেন, হ্যাঁ ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن قتادة قال: قلت لأنس رضي الله عنه: أكانت المصافحة في أصحاب النبي صلى الله عليه وسلم؟ قال: نعم.
তাহকীক:
হাদীস নং: ২৩৬৭
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৭) বারা' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো দুইজন মুসলিম যখন পরস্পরে সাক্ষাত করে হাত মেলান [মুসাফাহা করেন] তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের ক্ষমা করা হয়।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن البراء رضي الله عنه مرفوعا: ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا.
তাহকীক:
হাদীস নং: ২৩৬৮
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৮) ইমাম বুখারির পিতা ইসমাঈল ইবন ইবরাহীম ইবনুল মুগীরা আল-জু’ফি বলেন, (প্রসিদ্ধ তাবি’-তাবিয়ি) হাম্মাদ ইবন যাইদ (১৭৯ হি.) তার উভয় হাত দিয়ে (প্রখ্যাত তাবি’-তাবিয়ি) আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ হি.) এর সাথে মুসাফাহা বা করমর্দন করেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي: صافح حماد بن زيد ابن المبارك بيديه . أنه رأى حماد بن زيد صافح ابن المبارك بكلتا يديه.
তাহকীক:
হাদীস নং: ২৩৬৯
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৯) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যের সালাম-সম্ভাষণের পূর্ণতা হল করমর্দন বা মুসাফাহা।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: تمام تحيتكم (تحياتكم) بينكم المصافحة.
তাহকীক: