ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৮৯
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
গৌরবপ্রকাশক ছড়ায় পিতাপিতামহের উল্লেখ করা
(২৩৮৯) বারা' রা. থেকে বর্ণিত, (হুনাইনের যুদ্ধের বর্ণনায়) তিনি বলেন, আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাদা খচ্চরের উপরে আরোহণ করে রয়েছেন এবং আবু সুফিয়ান ইবনুল হারিস খচ্চরের লাগাম ধরে রয়েছেন। এমতাবস্থায় তিনি বলছেন, 'আমিই নবী, কোনো মিথ্যা নেই/ আমি আব্দুল মুত্তালিবের সন্তান'।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن البراء رضي الله عنه: ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم على بغلته البيضاء وإن أبا سفيان بن الحارث آخذ بلجامها (بزمامها) وهو يقول: أنا النبي لا كذب • أنا ابن عبد المطلب.
tahqiq

তাহকীক: