ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৪৩২
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩২) উমার রা. থেকে বর্ণিত, তিনি খুতবায় বলেন, মদের নিষেধাজ্ঞা যখন অবতীর্ণ হয় তখন পাঁচটি দ্রব্য থেকে মদ তৈরী করা হত: আঙুর, খেজুর, গম, যব ও মধু। যা কিছু বুদ্ধি আবৃত করে বা মস্তিষ্কে মাদকতার আবেশ তৈরী করে তাই মদ।
كتاب الأشربة
عن عمر رضي الله عنه أنه خطب فقال: إنه قد نزل تحريم الخمر وهي من خمسة أشياء: العنب والتمر والحنطة والشعير والعسل والخمر ما خامر العقل.
তাহকীক:
হাদীস নং: ২৪৩৩
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল মাদক দ্রব্যই মদ বলে গণ্য এবং সকল মাদক দ্রব্যই হারাম।
كتاب الأشربة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: كل مسكر خمر وكل مسكر حرام.
তাহকীক:
হাদীস নং: ২৪৩৪
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যা বেশী গ্রহণ করলে মাদকতা আসে তার অল্পও হারাম।
كتاب الأشربة
عن جابر رضي الله عنه مرفوعا: ما أسكر كثيره فقليله حرام.
তাহকীক:
হাদীস নং: ২৪৩৫
হালাল-হারাম পানীয়
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩৫) উম্মু সালামা রা. বলেন, মাদকতা সৃষ্টিকারী সকল দ্রব্য এবং অবসন্নতা-নিস্পৃহতা সৃষ্টিকারী সকল দ্রব্য রাসূলুল্লাহ (ﷺ) হারাম করেছেন।
كتاب الأشربة
عن أم سلمة رضي الله عنها قالت: نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر.
তাহকীক: