ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৮. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৫০
শিকারের অধ্যায়
আঙুল দিয়ে কাঁকর বা পাথর নিক্ষেপের নিষেধাজ্ঞা
(২৪৫০) আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আঙুলের মাথা দিয়ে কাঁকর বা পাথর ছুড়তে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন, এভাবে নিক্ষেপ করা কাঁকর কোনো প্রাণি শিকার করে না এবং কোনো শত্রুকে পরাজিত করে না, কিন্তু তা দাঁত ভাঙ্গে এবং চক্ষু নষ্ট করে।
كتاب الصيد
عن عبد الله بن مغفل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الخذف وقال: إنها لا تصيد صيدا ولا تنكأ عدوا ولكنها تكسر السن وتفقأ العين.
হাদীস নং: ২৪৫১
শিকারের অধ্যায়
আঙুল দিয়ে কাঁকর বা পাথর নিক্ষেপের নিষেধাজ্ঞা
(২৪৫১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার মধ্যে প্রাণ রয়েছে তাকে (তীর, পাথর ইত্যাদি) নিক্ষেপণের লক্ষ্য বানাবে না।
كتاب الصيد
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: لا تتخذوا شيئا فيه الروح غرضا.
tahqiq

তাহকীক: