ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫০২
অপরাধ ও সাজার অধ্যায়
উত্যক্তকারীকেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে
(২৫০২) তাবিয়ি কাসিম ইবন আব্দুর রহমান বলেন, (একব্যক্তি তার একটি পালিত পশু নিয়ে দাঁড়িয়ে ছিল। অন্য একব্যক্তি একটি বালিকাকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। উক্ত গমনরত ব্যক্তি পশুটিকে উত্যক্ত করে, ফলে পশুটি বালিকাটির চোখে আঘাত করে চোখটি নষ্ট করে । জনৈক বিচারক এজন্য পশুর মালিককে ক্ষতিপূরণ প্রদানের বিধান দেন । তখন) ইবন মাসউদ রা. বলেন, পশুটিকে যে ব্যক্তি উত্যক্ত করেছে সেই ক্ষতিপূরণ প্রদান করবে।
كتاب الجنايات
عن القاسم بن عبد الرحمن في قصة الناخس والراكب: قال ابن مسعود رضي الله عنه: إنما يضمن الناخس .
তাহকীক: