ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫১৫
অপরাধ ও সাজার অধ্যায়
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির ও আনসারদের মধ্যে লিখে দেন যে, তারা তাদের বংশের মানুষদের দিয়াত পরিশোধ করবেন এবং তাদের বন্দিদেরকে মুক্ত করবেন, মুসলিমদের মধ্যে কল্যাণ ও সম্প্রীতি-সৌহার্দ্যের সাথে।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنه قال: كتب رسول الله صلى الله عليه وسلم كتابا بين المهاجرين والأنصار أن يعقلوا معاقلهم وأن يفدوا عاينهم بالمعروف والإصلاح بين المسلمين.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫১৬
অপরাধ ও সাজার অধ্যায়
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৬) তাবিয়ি শা’বি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের দিয়াত কুরাইশ বংশকে এবং আনসারদের দিয়াত আনসারদের প্রদানের দায়িত্ব প্রদান করেন।
كتاب الجنايات
عن الشعبي قال: جعل رسول الله صلى الله عليه وسلم عقل فريش على قريش وعقل الأنصار على الأنصار.
tahqiq

তাহকীক: