ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৫২৩
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত নেই, তবে যদি উত্তরাধিকারীগণ তা অনুমোদন করে
(২৫২৩) আবু উমামা বাহিলি রা. বলেন, বিদায় হজ্জের বছরে খুতবার মধ্যে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ প্রত্যেক পাওনাদারকে তার পাওনা দিয়ে দিয়েছেন, অতএব কোনো উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়্যত নেই।
كتاب الوصايا و الفرائض
عن أبي أمامة الباهلي رضي الله عنه: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته عام حجة الوداع: إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث .
তাহকীক:
হাদীস নং: ২৫২৪
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত নেই, তবে যদি উত্তরাধিকারীগণ তা অনুমোদন করে
(২৫২৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত বৈধ নয়, তবে উত্তরাধিকারীগণ যদি চায়।
كتاب الوصايا و الفرائض
عن ابن عباس رضي الله عنه مرفوعا: لا تجوز الوصية لوارث إلا أن يشاء الورثة.
তাহকীক: