ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫৩৯
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হত্যাকারী নিহতের উত্তরাধিকার পাবে না
(২৫৩৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হত্যাকারী উত্তরাধিকারের কিছুই পাবে না।
كتاب الوصايا و الفرائض
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: ليس للقاتل من الميراث شيء.
তাহকীক: