ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৪৩
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৩) ইবন বুরাইদা তার পিতা বুরাইদা আসলামি রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (Å) নানীকে একষষ্ঠাংশ প্রদান করেছেন, যদি তার নিম্নে মা না থাকে।
كتاب الوصايا و الفرائض
عن ابن بريدة عن أبيه أن النبي صلى الله عليه وسلم جعل للجدة السدس إذا لم يكن دونها أم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৪৪
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৪) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ বলেন, আবু বাকর রা. একষষ্ঠাংশকে পিতামহী ও মাতামহীর মধ্যে ভাগ করে দেন।
كتاب الوصايا و الفرائض
عن القاسم بن محمد : أنه جعل أبو بكر رضي الله عنه السدس بين أم الأم وأم الأب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৪৫
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৫) তাবিয়ি শা'বি বলেন, আলী রা. ও যাইদ রা. দাদী নানীদেরকে উত্তরাধিকার প্রদান করতেন নিকটবর্তীকে অগ্রাধিকারের ভিত্তিতে।
كتاب الوصايا و الفرائض
عن الشعبي قال: كان علي وزيد رضي الله عنهما يورثان من الجدات الأقرب فالأقرب.
tahqiq

তাহকীক: