ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫৫১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
রক্তসম্পর্কীয় আত্মীয়তা নষ্ট করার পাপ
(২৫৫১) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো কর্তনকারী-ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
كتاب الإحسان
عن جبير بن مطعم رضي الله عنه مرفوعا: لا يدخل الجنة قاطع (قال سفيان : يعني قاطع رحم).
তাহকীক: