ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫৭৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করা ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অংশ
(২৫৭৬) হুসাইন ইবন আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করা ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অংশ।
كتاب الإحسان
عن الحسين بن علي رضي الله عنهما مرفوعا: من حسن إسلام المرء تركه ما لا يعنيه.
তাহকীক: