ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২৫৯২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুনাফিকের চিহ্নসমূহ
(২৫৯২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে এবং যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে আমানতের খিয়ানত করে।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان.
তাহকীক:
হাদীস নং: ২৫৯৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুনাফিকের চিহ্নসমূহ
(২৫৯৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি গুণ যার মধ্যে থাকবে সে বিশুদ্ধ মুনাফিক বলে গণ্য হবে। আর এগুলোর মধ্যে কোনো একটি গুণ যদি কারো মধ্যে থাকে তবে তার মধ্যে মুনাফিকির একটি গুণ বিরাজমান থাকবে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে: আমানত রাখলে খিয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, প্রতিজ্ঞা করলে প্রবঞ্চনা করে এবং ঝগড়া করলে নোংরামি-অশ্লীলতায় লিপ্ত হয়।
كتاب الإحسان
عن ابن عمرو رضي الله عنهما مرفوعا: أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر.
তাহকীক:
হাদীস নং: ২৫৯৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুনাফিকের চিহ্নসমূহ
(২৫৯৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আনসারদেরকে ভালোবাসা ঈমানের চিহ্ন এবং আনসারদেকে ঘৃণা করা মুনাফিকের চিহ্ন।
كتاب الإحسان
عن أنس رضي الله عنه مرفوعا: آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار.
তাহকীক: