ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৬৬২
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
প্রার্থনার সময় দুহাত উঠানো এবং শেষে হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মোছা
(২৬৬২) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের পালনকর্তা লাজুক দয়াবান । যখন কোনো বান্দা তাঁর দিকে দু'খানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান।
كتاب الذكر و الدعاء
عن سلمان رضي الله عنه مرفوعا: إن ربكم حيي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا.
তাহকীক:
হাদীস নং: ২৬৬৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
প্রার্থনার সময় দুহাত উঠানো এবং শেষে হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মোছা
(২৬৬৩) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন প্রার্থনায় হস্তদ্বয় উঠাতেন তখন দুহাত দ্বারা মুখ না মুছে তাদেরকে নামাতেন না।
كتاب الذكر و الدعاء
عن عمر رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه
তাহকীক: