ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৬৮৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
অপছন্দনীয় স্বপ্ন দেখলে কী করবে
(২৬৮৩) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন তার বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করে এবং আল্লাহর কাছে তিনবার শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং সে যে পার্শ্বে শুয়ে ছিল সেই পার্শ্ব বদল করে।
كتاب الذكر و الدعاء
عن جابر رضي الله عنه مرفوعا: إذا رأى أحدكم الرؤيا يكرهها فليبصق عن يساره ثلاثا وليستعذ بالله من الشيطان ثلاثا وليتحول عن جنبه الذي كان عليه.
তাহকীক:
হাদীস নং: ২৬৮৪
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
অপছন্দনীয় স্বপ্ন দেখলে কী করবে
(২৬৮৪) আবু কাতাদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন সে স্বপ্নের অকল্যাণ এবং শয়তানের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং তিনবার থুথু নিক্ষেপ করে, আর সে এই স্বপ্নের কথা কাউকে বলবে না। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।
كتاب الذكر و الدعاء
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: إذا رأى (أحدكم) ما يكره فليتعوذ بالله من شرها ومن شر الشيطان وليتفل ثلاثا ولا يحدث بها أحدا فإنها لن تضره.
তাহকীক: