মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

বিবাহ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
১। উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কতিপয় মুহাজির যুবকদের কাছে বের হয়ে বললেন, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। কেননা তা অধিকতর দৃষ্টি সংযত কারক, লজ্জা স্থানকে সুরক্ষক আর যদি কেউ এর সামর্থ্য না রাখে রোযা তার জন্য ইন্দ্রিয় দময়িতা।
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن عثمان بن عفان (1) رضى الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على فتية من المهاجرين فقال من كان منكم ذا طول (2) فليتزوج فانه أغض (3) للطرف وأحصن للفرج (4) ومن لا فان الصوم له وجاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
২। আলকামা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মিনায় আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সাথে হাঁটছিলাম। এ সময় উসমান (রা)-এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাঁর সাথে দাঁড়িয়ে কথা বললেন। আর উসমান (রা) তাঁকে বললেন, হে আবূ আব্দুর রহমান, আমরা কি আপনাকে একজন তরুনীকে বিয়ে করাব না, হয়তা সে আপনার অতীত কালকে স্মরণ করাবে? আব্দুল্লাহ (রা) বললেন, যদি আপনি তাই বলেন তবে শুনুন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন, হে যুবকদের দল, যদি তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কেননা তা অধিকতর দৃষ্টি অবনতকারী এবং লজ্জা স্থানকে অধিকতর রক্ষাকারী। আর যে সামর্থ্য না রাখে তার উচিৎ রোযা রাখা, কেননা তা ইন্দ্রিয় দমনকারী।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, আবু দাউদ তায়ালিসী বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن علقمة (6) قال كنت أمشى مع عبد الله (يعنى ابن مسعود) بمنى فلقيه عثمان فقام معه يحدثه فقال له عثمان يا أبا عبد الرحمن الا نزوجك جارية شابة لعلها أن تذكرك ما مضى من زمانك؟ فقال عبد الله أما لئن قلت ذاك لقد قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر (7) الشباب من استطاع منكم الباءة (8) فليتزوج فانه أغض للبصر وأحصن للفرج، ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৩। আব্দুর রহমান ইবন ইয়াযীদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম। তাঁর কাছে আলকামা (র) এবং আসওয়াদ (র) ছিলেন। তিনি একটি হাদীস বর্ণনা করলেন। আমি মনে করি যে, তিনি তা আমার জন্য বর্ণনা করলেন, কেননা আমি মজলিসে উপস্থিত জন্যদের মধ্যে বয়োকনিষ্ঠ ছিলাম। তিনি বলেন, আমরা যুবকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমাদের কোন কিছু ছিল না। তিনি বললেন, হে যুবকদের দল, অতঃপর তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن عبد الرحمن بن يزيد (9) قال دخلنا على عبد الله بن مسعود وعنده علقمة والأسود فحدث حديثا لا أراه حدثه إلا من أجلى كنت أحدث القوم سنا قال كنا مع رسول الله صلى الله عليه وسلم شباب لا نجد شيئا (10) فقال يا معشر الشباب فذكره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৪। সাঈদ ইবন জুবাইর (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন আব্বাস (রা) আমার সাথে সাক্ষাৎ করে বললেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি বিয়ে কর। অতঃপর তিনি আমার সাথে সাক্ষাৎ করে বললেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি বিয়ে কর। কেননা এ জাতীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির (অর্থাৎ নবী (ﷺ)) তাদের সকলের চেয়ে বেশি স্ত্রী ছিল।
(তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে, আব্বাস (রা) আমাকে বললেন, তুমি বিয়ে কর, কেননা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির আমাদের সকলের চেয়ে বেশি স্ত্রী ছিল।
(বুখারী)
আর হাকিম ও মুস্তাদরকে হাদীস বর্ণনা করেছেন। তাতে আছে,

فإن خير هذه الأمة أمة محمد صلى الله عليه وآله وسلم أكثرها نساء ، ومهما في صلبك مستودع ، فإنه سيخرج قبل يوم القيامة

“কেননা এ জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অর্থাৎ মুহাম্মদ-এর স্ত্রী সংখ্যা ছিল সর্বাধিক। যত সন্তান তোমার পৃষ্ঠদেশে সঞ্চিত আছে, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে”।
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن سعيد بن جبير (12) قال لقينى ابن عباس فقال تزوجت؟ قال قلت لا، قال تزوج، ثم لقينى بعد ذلك فقال تزوجت؟ قلت لا، قال تزوج فان خير هذه الأمة كان أكثرها نساء (13) (وعنه من طريق ثان) (14) قال قال لي ابن عباس تزوج فان خيرنا كان أكثرنا نساء صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৫। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার বিষয়াবলীর মধ্যে আমার কাছে নারী ও সুগন্ধি পসন্দনীয় করা হয়েছে আর আমার নয়নপ্রীতিকর করা হয়েছে সালাতকে।
(নাসাঈ, বায়হাকী, তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম। হাফিয ইবন হাজার এবং অন্যরা হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن أنس بن مالك (1) قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلىّ (2) من الدنيا النساء (3) والطيب (4) وجعل قرة عينى فى الصلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৬। আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আককাফ ইবন বিশর তামীমী (রা) নামের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করল। নবী (ﷺ) তাকে বললেন। হে আককাফ, তোমার কি স্ত্রী আছে? সে বলল, না, দাসীওনা। তিনি বললেন, দাসীও না? তুমি কি ধনী? সে বলল, আমি ধনী। তিনি বললেন, তাহলে তুমি শয়তানের ভাইদের রীতিতে রয়েছ। যদি তুমি খ্রীষ্টান ধর্মাবলম্বী হতে তাহলে তাদের সন্ন্যাসীদের মধ্যে গণ্য হতে। আমাদের তরীকা বিয়ে করা। তোমাদের মধ্যে নিকৃষ্টতর ব্যক্তি, তোমাদের মধ্যে অবিবাহিত ব্যক্তি। তোমাদের মৃতদের মধ্যেও নিকৃষ্টতর ব্যক্তি, তোমাদের মধ্যে অবিবাহিত ব্যক্তি। তোমরা কি শয়তানের প্ররোচনার বিরুদ্ধে অনুশীলন করছ? অথচ কোন সৎ লোককে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র হল নারী। কিন্তু বিবাহিত সৎ লোকেদের ক্ষেত্রে তা কার্যকর নয়। তারা যিনা থেকে পবিত্র থাকে। তোমার জন্য আফসোস হে আককাফ, তারা (নারীরা) আইউব (আ), দাউদ (আ), ইউসুফ (আ) এবং কুরসুফ (র)-এর সঙ্গিনী। বিশর ইবন আতীয়া (রা) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! কুরসুফ (র) কে? তিনি বললেন, কুরসুফ নামের এক ব্যক্তি সমুদ্রোপকূলে তিনশত বৎসর যাবত আল্লাহর ইবাদতে রত ছিল, সে দিনে রোযা রাখত এবং রাতে নামায পড়ত। অতঃপর সে জনৈকা মহিলাকে ভালবাসার কারণে মহান আল্লাহর কুফরী করল, আর মহাশক্তিশালী মহিমান্বিত আল্লাহর ইবাদত করা ছেড়ে দিল। অতঃপর আল্লাহ তার অতীতের ইবাদতের কারণে তার কুফরির প্রতিকার করে তাকে তওবার তাওফীক দিলেন। তোমার জন্য আফসোস হে আককাফ, তুমি বিয়ে কর, নচেৎ তুমি মু'মিনদের দল থেকে বিতাড়িতদের মধ্যে গণ্য হবে। সে বলল, আপনি আমাকে বিয়ে করান হে আল্লাহর রাসুল। তিনি বললেন, আমি তোমাকে কারীমা বিনতে কুলসুম হিমইয়ারী (রা)-কে বিবাহ করালাম।
(আবূ আলী ইবন সাকান; উকাইলী, আদ্‌ দু'আফা', ইবন মানদাহ মা'রিফা, তাবারানী মুসনাদুশ 'শামিয়‍্যীন', আবূ ইয়ালা, মুসনাদ। তাঁরা এটি বহু বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন। হাফিয ইবন হাজার তা উল্লেখ করে বলেছেন, এ সকল বর্ণনা সূত্র দুর্বল। আহমদের হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
ابن عباس تزوج فان خيرنا كان أكثرنا نساء صلى الله عليه وسلم (عن أنس بن مالك) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلىّ (2) من الدنيا النساء (3) والطيب (4) وجعل قرة عينى فى الصلاة (5) (عن أبى ذر) (6) قال دخل على رسول الله صلى الله عليه وسلم رجل يقال له عكاف (7) بن بشر التميمى فقال له النبى صلى الله عليه وسلم يا عكاف هل لك من زوجة؟ قال لا ولا جارية، قال ولا جارية؟ قال وانت موسر بخير؟ قال وانا موسر بخير، قال انت اذا من اخوان الشياطين (8) لو كنت فى النصارى كنت من رهبانهم (9) إن سنتنا النكاح، شراركم عزابكم واراذل موتاكم عزابكم أبالشيطان تمرسون (10) ما للشيطان من سلاح ابلغ فى الصالحين من النساء الا المتزوجون (11) أولئك المطهرون من الخنا (1) ويحك يا عكاف انهن صواحب ايوب (2) وداود ويوسف وكرسف، فقال له بشر بن عطية (1) ومن كرسف يا رسول الله؟ قال رجل كان يعبد الله بساحل من سواحل البحر ثلاثمائة عام يصوم النهار ويقوم الليل، ثم انه كفر بالله العظيم فى سبب امرأة عشقها وترك ما كان من عبادة الله عز وجل، ثم استدرك الله ببعض ما كان منه فتاب عليه، ويحك يا عكاف تزوج والا فأنت من المذبذبين (2) قال زوجنى يا رسول الله قال قد زوحتك كريمة بنت كلثوم الحميرى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৭। আবূ আইউব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি বস্তু রাসূলগণ (আ)-এর তরীকা, সুগন্ধি ব্যবহার, বিয়ে, মিসওয়াক এবং লজ্জা।
(তিরমিযী, বায়হাকী শু'আবুল ঈমান। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, গরীব।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن أبى أيوب الانصارى (3) قال قال رسول الله صلى الله عليه وسلم اربع من سنن المرسلين التعطر (4) والنكاح والسواك والحياء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
৮। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুদ্ধ করতাম, আর আমাদের বিয়ে করার সামর্থ্য ছিল না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল আমরা কি মুষ্ক ছেদন করব? তিনি আমাদেরকে তা করতে নিষেধ করলেন। অতঃপর তিনি আমাদেরকে অনুমতি দিলেন যে, আমরা কোন মহিলাকে কাপড়ের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে বিয়ে করতে পারি। অতঃপর ইবন মাসউদ (রা) পড়লেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“হে মু'মিনগণ! তোমরা হারাম করো না উত্তম বস্তু যা হালাল করেছেন আল্লাহ তোমাদের জন্য এবং সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ ভাল বাসেন না সীমালংঘন কারীদের। [সূরা মায়িদা, ৮৭]
(বুখারী, মুসলিম, শাফিয়ী এবং অন্যরা)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن عبد الله (5) قال كنا نغزوا مع رسول الله صلى الله عليه وسلم وليس لنا نساء (1) فقلنا يا رسول الله ألا نستخصى (2)؟ فنهانا عنه ثم رخص لنا بعد فى أن نتزوج المرأة بالثوب (3) إلى أجل ثم قرأ ابن مسعود {يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم (4) ولا تعتدوا إن الله لا يحب المعتدين}
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
৯। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে খাসি হওয়ার অনুমতি দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মাতের খাসি হওয়া হচ্ছে রোযা রাখা এবং নামায পড়া।
(তাবারানী, আল মু'জামুল কাবীর। হাদীসটি হাসান।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن عبد الله بن عمرو (5) قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ائذن لى أن أختصى، فقال رسول الله صلى الله عليه وسلم خصاء أمتى الصيام والقيام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক যুবক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে খাসি হওয়ার অনুমতি দিবেন? তিনি বললেন, তুমি রোযা রাখবে, আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن جابر بن عبد الله (6) قال جاء شاب إلى رسول الله صلى الله عليه وسلم فقال أتأذن لى فى الخصاء؟ فقال صم وسل الله من فضله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১১। সা'দ ইবন আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবন মাযউন (রা) বিয়ে না করার ইচ্ছে করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নিষেধ করলেন। যদি তিনি তাকে তার অনুমতি দিতেন তাহলে আমরা খাসি হতাম।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, তাহাবী শরহে মা'আনীল আছার, বায়হাকী)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن سعد بن أبى وقاص قال أراد عثمان بن مظعون أن يتبتل (9) فنهاه رسول الله صلى الله عليه وسلم ولو أجاز ذلك لاختصينا (10)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১২। সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বিয়ে বর্জন করতে নিষেধ করেছেন।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن سمرة بن جندب (1) أن رسول الله صلى الله عليه وسلم نهى عن التبتل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৩। হাসান (র) সা'দ ইবন হিশাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রা)-কে বললেন, আমি আপনাকে বিয়ে বর্জন করা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাচ্ছি। এ ব্যাপারে আপনার কি মত? তিনি বললেন, তুমি বিয়ে বর্জন করবে না। তুমি কি আল্লাহ তা'আলাকে বলতে শুননি,
" وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অবশ্যই আমি পাঠিয়েছিলাম রাসূলদের আপনার আগে দিয়েছিলাম তাদের স্ত্রী ও সন্তান-সন্তুতি। (সূরা রা'দ, ৩৮)।
তাই তুমি বিয়ে বর্জন করবে না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মদীনা থেকে সফর করে বসরায় আগমন করলেন এবং ইতিমধ্যে তিনি দীনের জ্ঞান অর্জন করেছেন। তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পর মাকরানে গেলেন। সেখানে জিহাদ করে শহীদ হলেন।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা এ কিতাবের উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর “তাহাজ্জুদের নামায পড়ার বিবরণ” শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن الحسن عن سعد بن هشام (2) أنه قال لعائشة رضى الله عنها إنى أريد أن أسألك عن التبتل فما ترين فيه؟ قالت فلا تفعل، أما سمعت الله عز وجل يقول {ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية} فلا تبتل قال فخرج وقد فقه وقدم البصرة فلم يلبث إلا يسيرا حتى خرج إلى أرض مكران فقتل هناك على أفضل عمله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৪। আয়েশা (রা) থেকে অন্য এক, বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বললেন, তুমি বিয়ে বর্জন করবে না। তুমি কি পড় না
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أَسْوَةٌ حَسَنَةٌ
নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে উত্তম আদর্শ। সূরা আহযাব, ২১।
রাসূলুল্লাহ (ﷺ) বিয়ে করেছেন আর তার সন্তানও হয়েছে।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা নবী (ﷺ)-এর জীবন চরিত্রের পর্বে নবী (ﷺ)-এর চরিত্র শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
وعنها فى رواية أخرى (3) قالت لا تفعل أما تقرأ {لقد كان لكم فى رسول الله أسوة حسنة} فقد تزوج رسول الله صلى الله عليه وسلم وقد ولد له
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেন: ইসলামে বৈরাগ্য নেই।
(আবু দাউদ,হাকিম। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن ابن عباس (4) عن النبى صلى الله عليه وسلم أنه كان يقول لا صرورة (5) فى الاسلام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
১৬। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমগ্র দুনিয়া উপভোগের সামগ্রী। আর দুনিয়ার শ্রেষ্ঠতম উপভোগের সামগ্রী সৎ স্ত্রী।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن عبد الله بن عمرو (6) ابن العاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ان الدنيا كلها متاع (7) وخير متاع الدنيا المرأة الصالحة (8)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
১৭। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, মহিলাদেরকের চারটি কারণে বিয়ে করা হয়, অর্থ-সম্পদ, সৌন্দর্য, বংশ মর্যাদা এবং ধর্ম। আর তুমি ধার্মিক মহিলাকে বিয়ে করে কৃতকার্য হয়ে যাও। তোমার দু' হাত মাটি মাখা হোক।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن أبي هريرة (1) عن النبى صلى الله عليه وسلم تنكح النساء (2) لأربع، لمالها وجمالها وحسبها (3) ودينها فاظفر بذات الدين (4) تربت يداك
হাদীস নং: ১৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
১৮। আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিলাকে তিনটি বৈশিষ্ট্যের কোন একটির কারণে বিয়ে করা হয়। মহিলাকে বিয়ে করা হয়, তার মালের কারণে, মহিলাকে বিয়ে করা হয় তার সৌন্দর্যের কারণে। মহিলাকে বিয়ে করা হয় তার ধর্মের কারণে। তুমি ধার্মিক সৎ চরিত্রা মহিলাকে বিয়ে করবে। তোমার ডান হাত ধুলোসারিত হোক।
(মুনযিরী আত তারগীব ওয়াত তারহীবে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, হাদীসটিকে আহমদ মুসনাদে সহীহ সনদে এবং বাযযার, আবূ ইয়ালা, ইবন হিব্বান "সহীহে" বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن أبى سعيد الخدرى (5) قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة على احدى خصال ثلاثة، تنكح المرأة على مالها، وتنكح المرأة على جمالها، وتنكح المرأة على دينها، فخذ ذات الدين والخلق تربت يمينك
হাদীস নং: ১৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
১৯। আয়েশা (রা) নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট আয়েশা থেকে বর্ণিত হাদীসটি অবগত হইনি।)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن عائشة رضى الله عنها (6) عن النبى صلى الله عليه وسلم نحوه
হাদীস নং: ২০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়া পছন্দনীয় তার বিবরণ।
২০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, একজন মহিলাকে ধর্ম, মাল এবং সৌন্দর্যের কারণে বিয়ে করা হয়। আর তোমার উচিৎ ধার্মিক মহিলাকে বিয়ে করা। তোমার দু'হাত মাটি মাখা হোক।
(মুসলিম, তিরমিযী)
كتاب النكاح
باب صفة المرأة التى تستحب خطبتها
عن جابر بن عبد الله (7) ان النبى صلى الله عليه وسلم قال ان المرأة تنكح لدينها ومالها وجمالها فعليك بذات الدين تربت يداك