মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
আদব অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
আদব অধ্যায়
অধ্যায় : আদব
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
১। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, দশটি জিনিস ফিতরাত (নবীগণের সুন্নাত বা তরীকা)-এর অন্তর্ভুক্ত। গোঁফ কাটা, দাঁড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দ্বারা নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাসমূহ ধৌত করা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নাভির নীচের লোম মুন্ডন করা, পানি দ্বারা ইসতিঞ্জা করা। বর্ণনাকারী যাকারিয়া (র) বলেন, মুস'আব (র) বলেছেন, আমি দশম বিষয়টি ভুলে গিয়েছি। তবে মনে হয় তা হবে 'কুলি করা'।
كتاب الأدب
كتاب الأدب
أبواب سُنن الفطرة
أبواب سُنن الفطرة
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر (4) من الفطرة (5) قص الشارب واعفاء اللحية (6) والسواك واستنشاق بالماء (7) وقص الأظفار وغسل البراجم (8) ونتف الإبط (9) وحلق العانة (10) وانتقاص الماء يعنى الاستنجاء (11) قال زكريا قال مصعب (12) ونسيت العاشرة إلا أن تكون المضمضة

তাহকীক:
হাদীস নং: ২
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন পাঁচটি বিষয় ফিতরাত। গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নাভির নীচের লোম পরিস্কার করা এবং খতনা করা। 
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্টয়)
(বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্টয়)
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من الفطرة (14) قص الشارب وتقليم الأظافر ونتف الإبط والاستحداد (1) والختان

তাহকীক:
হাদীস নং: ৩
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৩। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নাভির নীচের লোম মুন্ডন করা, নখ কাটা, গোঁফ কাটা ফিতরাতের অন্তর্ভুক্ত। বর্ণনাকারী ইসহাক একবার قَصُّ الشَّارِبِ (বহুবচনযোগে) বলেছেন। 
(বুখারী)
(বুখারী)
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من الفطرة حلق العانة وتقليم الأظافر وقص الشارب وقال إسحاق (4) مرة وقص الشوارب

তাহকীক:
হাদীস নং: ৪
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৪। আম্মার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই কুলি করা, নাক পরিস্কার করা, গোঁফ কাটা, মিসওয়াক করা, নখ কাটা, আঙ্গুলের গিরাসমূহ ধৌত করা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নাভির নীচের লোম পরিস্কার করা, খতনা করা এবং (ওযু করার পর কুমন্ত্রণা দূর করার জন্য লজ্জাস্থানে) পানি ছিটানো ফিতরাতের অন্তর্ভুক্ত। 
(আবূ দাউদ, ইবন মাজাহ)
মুনযিরী (র) বলেছেন, হাদীসটি মুরসাল।
(আবূ দাউদ, ইবন মাজাহ)
মুনযিরী (র) বলেছেন, হাদীসটি মুরসাল।
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن عمار بن ياسرأن رسول الله صلى الله عليه وسلم قال إن من الفطرة أو الفطرة المضمضة والاستنشاق وقص الشارب والسواك وتقليم الأظافر وغسل البراجم (6) ونتف الإبط والاستحداد والاختتان والانتضاح

তাহকীক:
হাদীস নং: ৫
আদব অধ্যায়
ফিতরাত (নবীগণের সুন্নাত) প্রসঙ্গ
৫। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন,  রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য গোঁফ কাটা, নখ কাটা, নাভির নীচের লোম পরিস্কার করার ব্যাপারের সময় নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক চল্লিশ দিনে একবার করা। (মুসলিম ও ইমাম চতুষ্টয়)
كتاب الأدب
أبواب سُنن الفطرة
عن أنس بن مالك قال وقت لنا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم في قصا الشارب وتقليم الأظفار وحلق العانة في كل أربعين يوما مرة

তাহকীক:
হাদীস নং: ৬
আদব অধ্যায়
পরিচ্ছেদ: খতনা
৬। আবু মালীহ ইবন উসামা (র) সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, খতনা করা পুরুষদের জন্য সুন্নাত এবং মহিলাদের জন্য সম্মানের বস্তু। 
(আবু দাউদ, হাকিম, তবারানী)
(আবু দাউদ, হাকিম, তবারানী)
كتاب الأدب
باب الختان
عن أبى المليح بن أسامة عن أبيه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال الختان سنة للرجال مكرمة (2) للنساء

তাহকীক:
হাদীস নং: ৭
আদব অধ্যায়
পরিচ্ছেদ: খতনা
৭। উসায়ম ইবন কুলায়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) এর নিকট এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার (শরীর) হতে কুফুরের লোম পরিষ্কার কর। অর্থাৎ তিনি বললেন, মুণ্ডন কর। বর্ণনাকারী বলেন, তার সঙ্গে অন্য একজন আমাকে সংবাদ দিয়েছেন যে, নবীর একজনকে বলেছেন, তুমি (তোমার শরীর হতে) কুফুরীর লোম পরিষ্কার কর এবং খতনা কর। 
(আবু দাউদ, তবারানী, বায়হাকী)
হাফিয (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী উসায়ম ও তার পিতা অজ্ঞাত।
(আবু দাউদ, তবারানী, বায়হাকী)
হাফিয (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী উসায়ম ও তার পিতা অজ্ঞাত।
كتاب الأدب
باب الختان
عن عثيم بن كليب عن أبيه عن جده (4) أنه جاء إلى النبي صلى الله عليه وسلم فقال قد أسلمت فقال ألق عنك شعر الكفر، يقول أحلق، قال وأخبرني آخر معه أن النبي صلى الله عليه وسلم قال لآخر ألق عنك شعر الكفر واختتن

তাহকীক:
হাদীস নং: ৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ: খতনা
৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহর খলীল ইবরাহীম (আ) আশি বছর বয়সে উপনীত হন, তখন তিনি খতনা করেন। কুদাম নামক স্থানে নিজেই নিজের খাতনা করেছেন।
(বর্ণনাকারী বলেন,( قَدُوْمُ শব্দটির دَالٌ অক্ষর তাশদীদযুক্ত নয়। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বর্ণনাকারী বলেন,( قَدُوْمُ শব্দটির دَالٌ অক্ষর তাশদীদযুক্ত নয়। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأدب
باب الختان
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اختتن ابراهيم خليل الرحمن بعد ما أتت عليه ثمانون سنة (2) واختتن بالقدوم مخففة

তাহকীক:
হাদীস নং: ৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
৯। যায়দ ইবন আরকাম (রা) সূত্রে নবী (ﷺ) এর থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি স্বীয় গোঁফ কাটবে না, সে আমাদের দলভূক্ত নয়। 
(তিরমিযী, নাসাঈ)
তিরমিযী (র) ও হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
(তিরমিযী, নাসাঈ)
তিরমিযী (র) ও হাফিয সুয়ূতী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن زيد بن أرقم عن النبي صلى الله عليه وسلم قال من لم يأخذ من شارب فليس منا

তাহকীক:
হাদীস নং: ১০
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) স্বীয় গোঁফ কাটতেন এবং বলতেন যে, এর আগে তোমাদের পিতা ইবরাহীম (আ) স্বীয় গোঁফ কেটেছিলেন। 
(তিরমিযী)
তিনি বলেছেন, হাদীসটি হাসান গারীব।
(তিরমিযী)
তিনি বলেছেন, হাদীসটি হাসান গারীব।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم يقص شاربه وكان أبوكم ابراهيم من قبله يقص شاربه

তাহকীক:
হাদীস নং: ১১
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১১। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের গোঁফ খাট করে এবং দাঁড়ি লম্বা কর। 
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن ابن عمر رضي الله تبارك وتعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أحفوا الشوارب وأعفوا اللحى

তাহকীক:
হাদীস নং: ১২
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এটা খাট কর আর ওটা ছেড়ে রাখ। অর্থাৎ ওপরের ঠোটের গোঁফ খাট করবে এবং নীচের ঠোঁটের চুলগুলো ছেড়ে রাখবে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم خذوا من هذا ودعوا هذا يعنى شاربه الأعلى يأخذ منه (2) يعنى العنفقة

তাহকীক:
হাদীস নং: ১৩
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা গোঁফ কাট এবং দাড়ি লম্বা কর। 
(মুসলিম)
(মুসলিম)
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن أبى هريرة أن النبي صلى الله عليه وسلم قال جزوا (وفي لفظ قصوا) الشوارب وأعفوا اللحى

তাহকীক:
হাদীস নং: ১৪
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৪। তারই সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দাড়ি লম্বা কর, গোঁফ খাট কর এবং তোমরা তোমাদের দাড়ির শুভ্রতাকে (কোন কিছু দ্বারা) পরিবর্তন কর। ইয়াহূদ ও নাসারাদের সাদৃশ্য অবলম্বন কর না। 
(তিরমিযী, ইবন হিব্বান)
(তিরমিযী, ইবন হিব্বান)
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
وعنه ايضاً أن رسول الله صلى الله عليه وسلم قال أعفوا اللحى وخذوا الشوارب وغيروا شيبكم (6) ولا تشبهوا باليهود والنصارى

তাহকীক:
হাদীস নং: ১৫
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৫। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! কিতাবীগণ তাদের দাড়ি খাট করে এবং গোঁফ লম্বা করে। বর্ণনাকারী বলেন, তখন নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের গোঁফ খাট করবে, দাড়ি লম্বা করবে এবং কিতাবীদের বিরোধিতা করবে।
হাদীসটি পোশাক-পরিচ্ছন্ন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
হাদীসটি পোশাক-পরিচ্ছন্ন অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن أبى أمامة قال قلنا يا رسول الله أن أهل الكتاب يقصون عثانينهم (8) ويوفرون سبالهم، قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب

তাহকীক:
হাদীস নং: ১৬
আদব অধ্যায়
পরিচ্ছেদ: গোঁফ খাট করা এবং দাড়ি লম্বা করা।
১৬। মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি  রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট রাত যাপন করলাম। (অন্য বর্ণনায় আমি মেহমান হলাম।) তিনি একটি বকরীর ব্যাপারে নির্দেশ দিলে তা ভূনা করা হয়। তারপর তিনি ছুড়ি নিয়ে তা হতে আমাকে কেটে দিচ্ছিলেন। এ অবস্থায় বিলাল (রা) তার নিকট এসে নামাযের ঘোষণা দিলেন। তখন তিনি ছুড়িটি ফেলে দিয়ে বললেন, তার কী হল, তার হস্তদ্বয় ধূলিমলিন হোক। বর্ণনাকারী বলেন, আমার গোঁফ লম্বা ছিল। তিনি (আমার ঠোটে) একটি মিসওয়াক রেখে তা কেটে দিলেন। অথবা তিনি বললেন, আমি তোমাকে একটি মিসওয়াক রেখে কেটে দিবো। 
(বায়হাকী, তায়ালিসী)
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং এর সনদ সহীহ।
(বায়হাকী, তায়ালিসী)
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং এর সনদ সহীহ।
كتاب الأدب
باب أخذ الشارب وإعفاء اللحية
عن المغيرة ابن شعبة قال بت برسول الله صلى الله عليه وسلم (وفي رواية ضفت) (2) رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فأمر بجنب (3) فشوى ثم أخذ الشفرة (4) فجعل يحز لي بها منه فجاء بلال يؤذنه بالصلاة فألقى الشفرة وقال ما ل تربت يداه (5) قال وكان شاربى وفي (6) فقصه لي على سواك (7) أو قال أقصه لك على سواك

তাহকীক:
হাদীস নং: ১৭
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
১৭। আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাদা চুলগুলো উপড়িয়ে ফেল না। কেননা, এটা মুসলমানদের জন্য নূর হবে। নিশ্চয়ই ইসলামে থাকা অবস্থায় যে মুসলমানের একটি পশম সাদা হবে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য একটি নেকী লিখবেন, একটি দরজা বুলন্দ করবেন এবং একটি গোনাহ ক্ষমা করবেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে অনুরূপ বর্ণনা রয়েছে এবং তাতে আরও আছে এবং এর বিনিময়ে তার একটি গোনাহ ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, যে ব্যক্তি বড়দের প্রতি সম্মান দেখাবে না এবং ছোটদের প্রতি দয়া করবে না, সে আমাদের দলভুক্ত নয়।
(ইমামচতুষ্ঠয়)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
দ্বিতীয় সূত্রে তার থেকে অনুরূপ বর্ণনা রয়েছে এবং তাতে আরও আছে এবং এর বিনিময়ে তার একটি গোনাহ ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, যে ব্যক্তি বড়দের প্রতি সম্মান দেখাবে না এবং ছোটদের প্রতি দয়া করবে না, সে আমাদের দলভুক্ত নয়।
(ইমামচতুষ্ঠয়)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتفوا الشيب فانه نور المسلم، ما من مسلم يشيب شيبة في الاسلام الا كتب لها با حسنة ورفع بها درجة أو حط عنه بها خطيئة (وعنه من طريق ثان بنحوه وفيه) (9) ومحيت عنه بها سيئة وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا (10) من لم يوقر كبيرنا ويرحم صغيرنا

তাহকীক:
হাদীস নং: ১৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
১৮। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর প্রায় বিশটি চুল সাদা হয়ে গিয়েছিল। 
(তিরমিযী, শামায়েল)
(তিরমিযী, শামায়েল)
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن ابن عمر رضي الله عنهما قال كان شيب رسول الله صلى الله عليه وسلم نحوا من عشرين شعرة

তাহকীক:
হাদীস নং: ১৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
১৯। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর দাড়ি এবং মাথায় সাদা চুল বিশটিও ছিল না। আবু বকর (রা) মেহদী এবং কাতাম ঘাস দ্বারা খিযাব লাগিয়েছেন আর উমর (রা) মেহদী দ্বারা খিযাব লাগিয়েছেন। (মুসলিম, আবু ইয়া'লা, বাযযায)
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن أنس قال لم يكن في رأس رسول الله صلى الله عليه وسلم ولحيته عشرون شعرة بيضاء وخضب أبو بكر بالحناء والكتم، وخضب عمر بالحناء

তাহকীক:
হাদীস নং: ২০
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
২০। হযরত উমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর রাস্তায় থেকে যে ব্যক্তির কোন পশম সাদা হয়, কিয়ামাতের দিন তার জন্য তা নূর হবে।
হাদীসটি জিহাদ অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
হাদীসটি জিহাদ অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن عمر بن عبسة قال قال رسول الله يقول من شاب شيبة في سبيل الله عز وجل كانت له نورا يوم القيامة

তাহকীক: