মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
অধ্যায় : আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল

পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
১। আলী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে, আমার নিকট জিবরাঈল (আ) আসলেন এবং বললেন, হে মুহাম্মদ (ﷺ) তোমার উম্মত তোমার ইন্তিকালের পর মত পার্থক্যে/মতভেদে লিপ্ত হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আমি তাকে বললাম হে জিবরাঈল, এ মতভেদ থেকে বাঁচার উপায় কি? তিনি উত্তরে বলেন, আল্লাহর কিতাবকে মজবুতভাবে আকড়ে ধরা, এ কিতাবের মাধ্যমেই আল্লাহ তায়ালা প্রত্যেক অহংকারী বাক্তির দর্প চূর্ণ করেন। যে ব্যক্তি এ কিতাবকে আঁকড়ে ধরলো সে মুক্তি পেল আর যে তাকে পরিত্যাগ করলো সে ধ্বংস হলো। তিনি এ কথাটি দুবার বলেছেন। রাসূল (ﷺ) আরও বললেন, এটা সুস্পষ্ট কথা এটা পরিহাস নয়। রসনাসমূহ এর অনুরূপ কিছু রচনা করতে পারে না। এর বিস্ময়াবলী কখনও শেষ হবে না। এতে তোমাকে পূর্ববর্তীদের সম্পর্কিত তথ্য, তোমাদের জন্য সুস্পষ্ট বিধান এবং তোমাদের পরবর্তী সময়ে আগত ব্যাপারে খবরাদি রয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله

باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أتاني جبريل عليه السلام فقال يا محمد ان أمتك مختلفة بعدك قال فقلت له فأين المخرج يا جبريل؟ قال فقال كتاب الله (1) تعالى به يقصم (2) الله كل جبار من اعتصم به نجا (3) ومن تركه هلك مرتين (4) قول فصل وليس بالهزل (5) لا تختلقه الألسن (6) ولا تفنى أعاجيبه (7) فيه نبأ ما كان قبلكم (8) وفصل ما بينكم (9) وخبر ما هو كائن بعدكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
২। আল্লাহ ইবন আমর ইব্‌ন আ'স (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) একদা আমাদের কাছে বিদায় প্রার্থীর মত আসলেন, অতঃপর বললেন আমি মুহাম্মদ (ﷺ) উম্মী নবী। তিনি এটা তিনবার বললেন। তিনি (ﷺ) আরও বললেন, আমার পরে কোন নবী নেই। আমাকে (নিগূঢ়তত্ত্বপূর্ণ) বাণীর সূচনা ও সমাপ্তি (অর্থাৎ আল-কুরআন) এর অল্পকথায় ব্যাপক অর্থবোধক বাণী দান করা হয়েছে। আমি জাহান্নামের প্রহরীদের সংখ্যা (১) আরশ ও বহনকারীদের সংখ্যা (২) সম্পর্কে অবগত আছি। আমার কারণে (আমার উম্মতকে) ছাড় দেওয়া হয়েছে। আমাকে ও আমার উম্মতকে নিরাপত্তা দেয়া হয়েছে। সুতরাং আমি যতক্ষণ তোমাদের মাঝে আছি ততক্ষণ তোমরা আমার কথা শ্রবণ করো এবং আমার আনুগত্য করো, অতঃপর আমি প্রস্থান করলে তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরবে- আর হালাল বিষয়সমূহকে হালাল মনে করবে এবং হারাম বিষয়সমূহ হারাম মনে করবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عبد الله بن عمرو ابن العاص قال خرج علينا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يوما كالمودع فقال أنا محمد النبي الأمي قاله ثلاث مرات ولا نبي بعدي أوتيت فواتح الكلم وخواتمه (1) وجوامعه وعلمت كم خزنة النار (2) وحملة العرش وتجوز بي وعوفيت وعوفيت أمتي (3) فاسمعوا وأطيعوا مادمت فيكم فإذا ذهب بي فعليكم بكتاب الله أحلو حلاله وحرموا حرامه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৩। আবু হুরায়য়া (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক নবীকেই বিশেষ বিশেষ মু'জিজা দেয়া হয়েছিল যার ভিত্তিতে মানুষ ঈমান আনত। আর আমাকে দেয়া হয়েছে এমন অহী যা আল্লাহ নিজেই আমার ওপর নাজিল করেছেন, আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সর্বাপেক্ষা বেশি হবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ما من الأنبياء نبي إلا وقد أعطى من الآيات (5) ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله عز وجل إلى وأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৪। আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাওম এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সাওম বলবে হে রব! আমি তাকে আহার ও জৈবিক ক্রিয়াদি থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কুরআন বলবে আমি তাকে রাতে ঘুমাতে বাধা দিয়েছি। তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সুতরাং তাদের দুজনের সুপারিশ গ্রহণ করা হবে। (তাবারানী, হাদিস, বায়হাকী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৫। উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল কুরআনকে চামড়ায় লিখে তাকে আগুনে নিক্ষেপ করলে তা পুড়বে না।
(দায়িমী, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن القرآن جعل في إهاب (2) ثم القي في النار ما احترق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৬। উমর ইবন খাত্তাব (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ এই কিতাব (অর্থাৎ আল-কুরআন) এর দ্বারা কোন কোন জাতির উন্নতি দান করেন আবার অন্য কোন জাতির অবনতি দান করেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৭। শাদ্দাদ ইব্‌ন আওস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিই শয্যা গ্রহণকালে কুরআনের কোন সূরা তিলাওয়াত করে আল্লাহ তার জন্য একজন ফিরিস্তা পাঠান, যিনি তাকে সকল প্রকার অনিষ্ট থেকে হিফাজত করেন। যাবৎ না সে ঘুম থেকে জাগে।
(তিরমিযী, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يأوى إلى فراشه فيقرأ سورة من كتاب الله عز وجل إلا بعث الله عز وجل اليه ملكا يحفظه من كل شيء يؤذيه حتى يهب (6) متى هب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
৮। উসমান ইব্‌ন আফফান (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে উত্তম (অন্য এক বর্ণনায় তোমাদের মধ্যে শ্রেষ্ঠ) সেই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن عثمان (يعني ابن عفان) قال قال رسول الله صلى الله عليه وسلم أفضلكم (وفي لفظ ان خيركم) من تعلم القرآن وعلمه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
৯। আলী (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে অনুরূপ আরও একটি হাদীস বর্ণিত আছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعن علي عن النبي صلى الله عليه وسلم مثله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১০। আলী (রা) হতে আরও বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি কুরআন শিক্ষা করে (অন্য এক বর্ণনায় কুরআন তিলাওয়াত করে) অতঃপর তা মুখস্থ করে ও হিফাজত করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং সে তার পরিবারের এমন দশজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে আছে।
(দারিমী, ইবন মাজাহ, তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم (وفي لفظ من قرأ القرآن) فاستظهره (2) وحفظه أدخله الله الجنة وشفعه (3) في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১১। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তির অভ্যন্তরে কুরআনের কিছুই নেই সে বিরাণ বাড়ির মত।
(তিরমিযী ও দারিমী, হাকিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১২। আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জনৈক ব্যক্তির সুনাম করা হচ্ছিল, তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা দেখছ না যে সে কুরআন শেখে?
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن عائشة رضي الله عنها قالت ذكر رجل عند رسول الله صلى الله عليه وسلم بخير فقال رسول الله صلى الله عليه وسلم أو لم تروه يتعلم القرآن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৩। আবু হুরায়রা (রা) আথবা আবু সাঈদ (রা) হতে বর্ণিত, এ সন্দেহ আমাশের তিনি বলেন। কিয়ামতের দিন কুরআন অধ্যায়নকারীকে বলা হবে তুমি তা তিলাওয়াত কর এবং উপরে উঠতে থাকো, কেননা তুমি সর্বশেষ আয়াত যেখানে পাঠ করবে সেখানেই তোমার আবাসস্থল হবে।
(তিরমিযী, ইবন খুযায়মা অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أبي هريرة أو عن أبي سعيد شك الأعمش قال يقال لصاحب القرآن اقره (9) وارقه فإن منزلتك عند آخر آية تقرؤها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৪। আব্দুল্লাহ ইবন আমর (রা) হতে রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে তাকে পূর্ববর্তী হাদীসের اقْرَهْ وَارْقَهُ এর পরিবর্তে إِقْرَأْ وَارْقَأْ উল্লেখ রয়েছে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ ও ইব্‌ন হিব্বান অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم مثله وفيه اقرأ وارقأ بالهمزة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৫। (ক) আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআন অধ্যয়নকারী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে- তুমি তিলাওয়াত কর ও উপরে আরোহন করো। তখন সে তিলাওয়াত করতে থাকবে এবং আরোহন করতে থাকবে, প্রত্যেক আয়াতের বিপরীতে প্রতিটি স্তর এভাবেই তার জানা শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত ও আরোহন চলবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أبي سعيد الخدري قال قال نبي الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يوم القيامة اذا دخل الجنة اقرأ واصعد فيقرأ ويصعد بكل آية درجة حتى يقرأ آخر شيء معه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৫। (খ) আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর বলেছেন যে ব্যক্তি কুরআনের প্রথম এক সপ্তমাংশ ধারণ করেছে সে ভাল জ্ঞান লাভ করেছে।
হাকিম অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن عائشة رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال من أخذ السبع الأول (5) من القرآن فهو خير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৬। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা লোক আছে, তখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ ওয়ালা লোক কারা? রাসূল (ﷺ) বললেন আল কুরআনের বাহকগণই হলেন আল্লাহ ওয়ালা এবং তার বিশিষ্ট লোক।
(ইবন মাজাহ, মুস্তাদরিক ও নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس فقيل من أهل الله منهم؟ قال أهل القرآن هم أهل الله وخاصته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৭। উকবা ইব্‌ন আমির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর কিতাব শিক্ষা করো, তাকে আঁকড়ে ধরো এবং তাকে সুচারু রূপে অধ্যয়ন করো। যার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম। এটাই তোমাদের জন্য আসন্ন সন্তান প্রসবা রশিতে বাঁধা চেয়েও বেশি পলায়নপর (অর্থাৎ নিয়মিত না পড়লে মানুষ তা ভুলে যায়)।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا كتاب الله (10) وتعاهدوه وتغنوا به (11) فوالذي نفسي بيده لهو أشد تفلتا (12) من المخاض في العقل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৮। উক্ত উকবা ইবনে আমের আল্–জুহানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘর হতে বের হন, এসময় আমরা “সুফফাতে” (মসজিদে নববীর আঙ্গিনায়) অবস্থান করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কে পছন্দ কর যে, প্রত্যুষে সে বাত্হা বা আকীক নামক ময়দানে গমন করবে, এবং সেখান হতে উজ্জ্বল বর্ণের হৃষ্টপুষ্ট, বহুমুল্য দুইটি উট সংগ্রহ করবে, যার সংগ্রহে সে কোনরূপ অন্যায় করে নাই বা আত্মীয়তা বিচ্ছিন্নও করে নাই? তারা বলেন, আমরা সকলেই এটা পছন্দ করি। তিনি ইরশাদ করেনঃ যদি তোমাদের কেউ মসজিদে এসে আল্লাহর কিতাবের (কুরআনের) দুটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐ দুটি উট হতেও শ্রেয়। যদি সে ব্যক্তি তিনটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐরূপ তিনটি উট হতেও শ্রেয় হবে। এরূপ সে ব্যক্তি যত আয়াত শিক্ষা করবে, সে ততটি উটের চাইতেও অধিক উত্তম জিনিস প্রাপ্ত হবে।
(মুসলিম, আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعنه أيضا قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم يوما ونحن في الصفة (2) فقال أيكم يحب أن يغدو (3) إلى بطحان أو العقيق فيأتي كل يوم بناقتين كوماوين (4) زهراوين في غير اثم (5) ولا قطع رحم؟ قال قلنا كلنا يا رسول الله يحب ذلك قال فلأن يغدو أحدكم إلى المسجد فيتعلم آيتين من كتاب الله خير له (6) من ناقتين وثلاث خير من ثلاث (7) وأربع خير من أربع ومن أعدادهن (8) من الابل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৯। আবূ হুরায়রা (রা) হতে রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
মুসলিম, অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه
tahqiq

তাহকীক: